আর মাত্র কয়েকটা দিন! ধীরে ধীরে বাংলা সেজে উঠছে মায়ের আগমন বার্তা নিয়ে। বৃষ্টির আবহেই প্যান্ডেল তৈরি জোরকদমে। কারণ মা আসছেন।
২০২৫ সালের দুর্গোৎসব শুধু দিন-তারিখের হিসেব নয়, এবার দেবীর আগমন ও গমন কিসে? প্রতিবারই এই প্রশ্নের উত্তর জানতে পাঁজি ঘাঁটেন বাঙ্গালীরা। তবে এখানেই দেওয়া রইল সেই তথ্য।
পঞ্জিকা মতে, এবছর দেবী দুর্গা আসছেন গজে, অর্থাৎ হাতিতে। শাস্ত্র মতে, গজে আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্যবৃদ্ধির প্রতীক। মা যখন গজে আসেন, তখন প্রকৃতি প্রসন্ন হয়, সমাজে স্থিতি আসে।
তবে গমন হবে দোলায়, অর্থাৎ পালকিতে। এই বাহনকে অনেকেই অশুভের প্রতীক হিসেবে দেখেন—মড়ক, মহামারী বা সামাজিক অস্থিরতার ইঙ্গিত বলে মনে করা হয়।
তবে বিশিষ্ট পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর মতে, দেবীর আগমন বা গমন কখনও অমঙ্গলসূচক হতে পারে না। মা আসেন, থাকেন, বিদায় নেন—এই চক্রটাই শুভ। বাহনের প্রতীকী ব্যাখ্যা নিয়ে অতিরিক্ত আতঙ্ক নয়, বরং উৎসবের অন্তর্নিহিত শক্তি ও ঐতিহ্যকে উপলব্ধি করাই জরুরি।
এক নজরে দুর্গাপূজা ২০২৫-এর দিন ক্ষণ তালিকা
- ২১ সেপ্টেম্বর (রবিবার): মহালয়া — দেবীপক্ষের সূচনা
- ২৭ সেপ্টেম্বর (শনিবার): মহা পঞ্চমী
- ২৮ সেপ্টেম্বর (রবিবার): মহা ষষ্ঠী — দেবীর বোধন
- ২৯ সেপ্টেম্বর (সোমবার): মহা সপ্তমী
- ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার): মহা অষ্টমী — সন্ধিপুজো
- ১ অক্টোবর (বুধবার): মহা নবমী
- ২ অক্টোবর (বৃহস্পতিবার): বিজয়া দশমী — প্রতিমা বিসর্জন
এই উৎসব শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক, সামাজিক এবং আবেগের মিলনস্থল। দেবীর বাহন যেমন প্রতীক, তেমনই প্রতিটি দিন বাঙালির হৃদয়ের একেকটা অধ্যায়। তাই গজে আগমন হোক বা দোলায় গমন—মায়ের আশীর্বাদে ভরে উঠুক মন, আলোয় ভরে উঠুক চারপাশ।