মা দুর্গার গয়না চুরি: সিসিটিভিতে ধরা পড়ল ‘রক্ষক’ই ভক্ষক!

মালদা: শারদোৎসবের আনন্দের আবহে মালদার গাজোল যেন হঠাৎই থমকে গেল। দুর্গা প্রতিমার গায়ে থাকা সোনার গয়না ও একটি কাপড় চুরি যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রথমে বিষয়টি নজরে আনেন মণ্ডপের পুরোহিত। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যা দেখতে পায়, তাতে তাজ্জব সবাই—চুরির সঙ্গে জড়িত ছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়াররাই!

গ্রেফতার হয়েছেন সঞ্জয় মণ্ডল ও গৌর মণ্ডল, যাঁরা দুর্গাপুজোর সময় ভিড় নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলেন। তাঁদের সঙ্গে আটক হয়েছেন স্থানীয় অধীর মণ্ডল। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চুরি যাওয়া অলঙ্কার উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়দের একাংশ বলছেন, “যাঁরা আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাঁদের বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া যায় না।” এই ঘটনার পর পুজো কমিটিগুলো নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা করছে। উৎসবের আবহে এমন বিশ্বাসভঙ্গ শুধু আইনত অপরাধ নয়, সামাজিক আস্থারও বড় ধাক্কা।

About The Author