পঞ্জিকা বলছে, আর ১০০ দিন বাদেই মহাষষ্ঠী, অর্থাৎ বাঙালির আবেগের উৎসব, প্রানের উৎসব, দুর্গাপূজার শুভ সূচনা। এই আষাঢ় মাসেও পুজোর গন্ধ নাকে চলে এসেছে ইতিমধ্যেই। শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো। ক্লাবের মিটিংও চলছে ঘন ঘন। কারণ এবারে কি হবে আয়োজন? ব্যস্ততাও চরমে। গত ২ বছর করোনার গ্রাসে নমো নমো করে পুজো হয়েছে, এবারে কিন্তু ভালো করা চাই। সেই জোগাড় তো করতে হবে এখন থেকেই! এদিকে, বাংলার পুজোর কদর ছুয়েছে আন্তর্জাতিক দুনিয়ায়। UNESCO-র হেরিটেজ তকমা পেয়েছে বাংলার দুর্গাপূজা, বাঙালির প্রানের পুজো।
পঞ্জিকা বলছে, এবারে মহালয়া ৮ই আশ্বিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর। পঞ্জিকা মতে, ১৪ আশ্বিন অর্থাৎ ১ লা অক্টোবর মহাষষ্ঠী; মায়ের বোধন। বিজয়া দশমী ১৮ আশ্বিন, অর্থাৎ ৫ অক্টোবর। এবছর মা আসছেন, গজে চড়ে, আর ফিরবেন নৌকোয় করে। এখনও করোনার মারামারি সেরকম না থাকলেও পুজোর মধ্যে পরিস্থিতি কেমন হবে, তা অবশ্য এখন থেকেই বলা যাচ্ছে না। তবে বাঙালির আবেগকে সামাল দেওয়া সহজ কথা নয়। এখন থেকেই ব্যস্ত হয়ে উঠেছে বাঙালি, শুরু হয়েছে কাউন্ট ডাউন।

