১ লক্ষ ১০ হাজার! এবারে দুর্গাপুজোয় রেকর্ড অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিদ্যুতে ৮০% ছাড়

দুর্গাপুজোর অনুদানে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ বছর প্রতিটি পুজো কমিটিকে ₹১.১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। সঙ্গে বিদ্যুৎ বিলেও ৮০% ছাড়ের সুবিধা। পুজো কার্নিভালের দিন-তালিকা সহ অন্যান্য প্রস্তুতির নির্দেশ।

কলকাতা: দুর্গোৎসবের প্রস্তুতির আগেই পুজো কমিটিগুলির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন বর্ধিত অনুদানের রেকর্ড অঙ্ক। গত বছরের ₹৮৫ হাজার টাকা থেকে বেড়ে এ বার ১ লাখ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ খরচে ৮০ শতাংশ ছাড়ের সুবিধাও মিলবে রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থার তরফে।

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন পুজো কমিটির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই ঘোষণা আসে। সভায় উপস্থিত ছিলেন কলকাতা পুরসভা, পুলিশ, স্বাস্থ্য দপ্তর ও অন্যান্য পরিষেবা বিভাগ।

পুজোর কার্নিভাল হবে ৫ অক্টোবর, এবং বিসর্জনের দিন নির্ধারিত হয়েছে ২, ৩, ও ৪ অক্টোবর। উৎসবের সময় মহিলাদের নিরাপত্তা, প্রবীণদের সহায়তা নিশ্চিত করতে হবে বলে মুখ্যমন্ত্রীর নির্দেশ। পাশাপাশি সিসিটিভি, ড্রোন, ও ওয়াচ টাওয়ার দিয়ে বাড়ানো হবে মণ্ডপ নজরদারি।

সালঅনুদান 
201810,000
201925,000
202050,000
202260,000
202370,000
202485,000
20251,10,000

বিরোধীরা এই ঘোষণাকে ভোট-কেন্দ্রিক উৎসাহ হিসেবে দেখলেও, শাসক দলের বক্তব্য—এটি রাজ্যের সামাজিক সংস্কৃতির প্রসার ঘটানোর প্রয়াস। মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলে থাকেন, “ধর্ম যার যার, উৎসব সকলের।”

পুজো উদ্যোক্তাদের একাংশের বক্তব্য, এই অনুদান তাদের পক্ষে সুষ্ঠু ও নিরাপদ উৎসবের আয়োজন করতে মূল ভরসা।

About The Author