গোমূত্র-গোবর থেকে শ্যাম্পু, দাঁতের মাজন! সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা

গোবর, গোমূত্র থেকে শ্যাম্পু, দাঁতের মাজন, হেয়ার ওয়েল ইত্যাদি রকমারি রোজকারের দরকারি জিনিস তৈরি করা যাবে। একটি গবেষণায় এমনই দাবি করেছেন বিজ্ঞানীরা। সম্ভাবনা খতিয়ে দেখতে গবেষণা শুরু করেছেন আইআইটি-এর গবেষকদের একটি দল। তাঁরা মনে করেন, যদি এই গবেষণা সফল হয় তবে ভারতের গ্রামীণ অর্থনীতিতে যেমন সদর্থক প্রভাব পড়বে। বেড়ে যাবে গরুর গুরুত্বও।

ভারত সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রক এই প্রকল্পে আর্থিক সাহায্য করছে। গবেষক দলের দাবি, দুধ ছাড়া কৃষকরা গরুর মূত্র এবং গোবর থেকেও আর্থিক লাভ নিতে পারেন। বিজ্ঞানীরা আরও মনে করছেন, গরুর গোবর এবং গোমূত্রের ‘প্রোফাইলিং’-এর মাধ্যমে প্রচলিত পুরনো গ্রামীণ ধ্যানধারণাকেও বৈজ্ঞানিক মানদণ্ডে আনা সম্ভব হবে। যার ফলে আগামিতে গোবর এবং গোমূত্র থেকেও দাঁতের মাজন, শ্যাম্পু, হেয়ার ওয়েল, কন্ডিশনার ইত্যাদি রকমারি রোজকারের দরকারি জিনিস তৈরি করা যাবে। এর ফলে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন অনেকটাই বাড়বে। বেড়ে যাবে গরুর গুরুত্বও।

About The Author