মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে গ্রামের সরু রাস্তায় ডাম্পার ঢোকাতেই বিপত্তি। বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ল বালির ডাম্পার। তার ছিঁড়ে পড়ল বাড়ির চালে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলেন এক মহিলা। ঘটনাস্থলে পুলিশ গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের মান্তাপাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বালি বোঝাই একটি ডাম্পার আনলোড করে গ্রামের রাস্তা দিয়ে বের হচ্ছিল। সেই সময় একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। তার ছিঁড়ে পরপর কয়েকটি বাড়ির ওপর গিয়ে পরে। পাশের বাড়ির এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরেই স্থানীয়রা ডাম্পার আটক করেন। ঘটনাস্থলে পুলিশ গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান। স্থানীয়দের দাবি, যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা ঠিক হচ্ছে ততক্ষন গাড়ি ছাড়া হবে না। স্থানীয়দের আরও অভিযোগ, এলাকা দিয়ে মাঝেমধ্যেই বড় ডাম্পার যাতায়াত করছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য দেবাশিস বর্মণ বলেন, গ্রামবাসীরা এমন অভিযোগ আগে জানাইনি। আগামীতে যাতে বড় গাড়ি গ্রামের সরু রাস্তা দিয়ে না ঢোকে সেদিকে নজর রাখা হবে।