রাজগঞ্জ: জাতীয় ডিউবল টুর্নামেন্টে অংশ নিতে মহারাষ্ট্রের নাগপুরে রওনা হল রাজগঞ্জের আট পড়ুয়া। মান্তাদারি অঞ্চলের প্রত্যন্ত গ্রাম থেকে একটি বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ বলে জানান তাঁদের কোচ রতন রায়।
আগামী ১ সেপ্টেম্বর থেকে মহারাষ্ট্রের নাগপুরে সপ্তম জাতীয় জুনিয়র ডিউবল টুর্নামেন্ট আয়োজিত হবে। জেলা থেকে এই আটজন সেখানে সুযোগ পেয়েছেন। জাতীয় ডিউবল ফেডারেশনের আয়োজনে এই অনুষ্ঠান হবে। সেখানে ভালো প্রদর্শন করবে দল, এমনটাই আশা প্রকাশ করেছে রতন।
রাজগঞ্জ কলেজের এক অধ্যাপিকা এবং মান্তাদারি হাইস্কুলের এক শিক্ষকের ব্যবস্থাপনায় ওই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে নাগপুরে যাচ্ছে জিৎ, রঞ্জন, অর্জুন, মনোজ এবং পূজা, পুনম, বনিতা, ডোনারা। রাজগঞ্জের মান্তাদারি অঞ্চলে সকলের বাড়ি। তাঁদের পরিবার মূলত কৃষিকাজের সঙ্গে জড়িত। অভাবকে সঙ্গী করেই সমানতালে পড়াশুনা আর খেলার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে তাঁরা। ওই ৮ জনের মধ্যে কেউ রাজগঞ্জ কলেজ, শিলিগুড়ি সূর্য সেন কলেজে পড়ছে। মান্তাদাড়ি হাইস্কুলে পড়াশুনা চলাকালীন খেলার সঙ্গে যুক্ত হয়েছেন সকলে। বুধবার জলপাইগুড়ি ষ্টেশন থেকে কলকাতায় রওনা হল তাঁরা।