শিলিগুড়ি: বন্ধ দুধিয়ার হিউম পাইপ সেতু! পাহাড়ে টানা বৃষ্টিতে বিচ্ছিন্ন মিরিক-শিলিগুড়ি যোগাযোগ, পর্যটন রুটে বিপাকে যাত্রী ও স্থানীয়রা।
দার্জিলিং জেলার দুধিয়ায় ফের বিপত্তি। পাহাড়ে টানা বৃষ্টির জেরে শুক্রবার দুপুরের পর থেকে দুধিয়ার অস্থায়ী হিউম পাইপ সেতুর উপর দিয়ে বইছে তীব্র জলের স্রোত। নিরাপত্তার স্বার্থে প্রশাসন ইতিমধ্যেই ওই সেতুটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে মিরিক–শিলিগুড়ি সড়কপথে যান চলাচল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। তবে পথ দীর্ঘ ও দুর্গম হওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছেন মাঝপথে।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই বর্ষার সময় এই অস্থায়ী সেতুতে সমস্যা দেখা দেয়, কিন্তু স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয় না। “বর্ষা এলেই এই সেতু বন্ধ হয়, আমাদের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়,” অভিযোগ এক বাসিন্দার। প্রশাসনের এক আধিকারিক জানান, “জলস্তর স্থিতিশীল হলেই সেতু খুলে দেওয়া হবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।”
এদিকে আবহাওয়া দপ্তর পাহাড়ে আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে দার্জিলিং ও সংলগ্ন এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা (Red Alert)। প্রশাসন সকলকে অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলার পাশাপাশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

