শিলিগুড়ি: অবশেষে স্বস্তি ফিরল দার্জিলিং জেলার দুধিয়া অঞ্চলে। পাহাড়ি ধসে ভেঙে পড়া পুরনো সেতুর বদলে মাত্র ১৬ দিনে তৈরি হল বিকল্প হিউম পাইপ সেতু। আজ, ২৭ অক্টোবর থেকে এই সেতু দিয়ে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে স্বাভাবিক যান চলাচল শুরু হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরনো সেতুটি ১৯৬৫ সালে তৈরি হয়েছিল, যা কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়ায় বিপজ্জনক হয়ে উঠেছিল। পাহাড়ি ধসের ফলে সেটি সম্পূর্ণ ভেঙে যায়। এরপর রাজ্য সরকার আপৎকালীন ভিত্তিতে বিকল্প সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়।
নতুন সেতুটি ৪৬৮ মিটার দীর্ঘ, যার মধ্যে ৭২ মিটার অংশে রয়েছে ১৩২টি হিউম পাইপ দিয়ে তৈরি কজওয়ে। প্রতিটি পাইপের ব্যাস ১২০০ মিলিমিটার। ১০ অক্টোবর থেকে দিনরাত একটানা কাজ করে রাজ্য পূর্ত দপ্তর এই প্রকল্প সম্পন্ন করেছে।
এই সেতু চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য যোগাযোগের বড় সমস্যা মিটল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৫৪ কোটি টাকার ব্যয়ে একটি আধুনিক স্থায়ী সেতুর কাজও চলছে, যা ভবিষ্যতে আরও স্থায়ী সমাধান দেবে।