রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার কেরলের ঐতিহাসিক শবরীমালা আয়াপ্পা মন্দিরে পুজো দিয়ে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নতুন ইতিহাস গড়লেন।
মন্দিরের রীতি অনুযায়ী, তিনি মাথায় ইরুমুডিকেট্টু (দেবতার উদ্দেশে নিবেদিত পবিত্র পোঁটলা) নিয়ে পাহাড়ি পথ পেরিয়ে সন্নিধানমে পৌঁছান। মন্দিরের প্রধান পুরোহিত মেলশান্তি তাঁর পুজো সম্পন্ন করেন।
শবরীমালায় ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশ দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছিল। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট এই রীতিকে অসাংবিধানিক ঘোষণা করলেও, ধর্মীয় সংগঠনগুলোর প্রতিবাদে বিতর্ক তুঙ্গে ওঠে।
এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির এই সফর শুধু ধর্মীয় নয়, সাংবিধানিক ও সামাজিক বার্তা বহন করে। তাঁর সফরকে বিজেপি “ঐতিহাসিক” বলে অভিহিত করেছে। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর ADC, PSO এবং পরিবারের সদস্যরা। আয়াপ্পার দর্শনের আগে তিনি পাম্পা নদীতে পা ধুয়ে, গনপতি মন্দিরে পুজো দেন।