নওশেরা: জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় একদিনে অন্তত পাঁচটি ড্রোন অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়েছে। অস্ত্র ও মাদক পাচারের আশঙ্কায় সেনা হাই অ্যালার্টে রয়েছে।
ড্রোন অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়েছে। শনিবার সন্ধ্যায় নওশেরা সেক্টরে ভারতীয় সেনা একটি ড্রোন লক্ষ্য করে গুলি চালায়। একই সময়ে সাম্বা, রাজৌরি ও পুঞ্চ জেলার বিভিন্ন অংশে আরও কয়েকটি ড্রোন দেখা যায়।
সাম্বা সেক্টরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিক থেকে আসা একটি ড্রোন অস্ত্রের চালান ফেলে যায় বলে সেনা সূত্রে জানা গেছে। রাজৌরির কালাকোটের ধর্মশাল গ্রামে ভোরের দিকে একটি ড্রোন প্রবেশ করে ভরাখের দিকে চলে যায়। সন্ধ্যা নাগাদ সাম্বার চ্যাক বাবরাল গ্রামে আবারও ড্রোনের মতো বস্তু দেখা যায়।
পুঞ্চ জেলার মানকোট সেক্টরে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আরেকটি ড্রোন দেখা যায়। সেনার দাবি, ড্রোনগুলির মাধ্যমে অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা হতে পারে। তাই এলাকায় তল্লাশি অভিযান চলছে।
গত বছর ভারতীয় সেনা একাধিক পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছিল। তারপর থেকে অনুপ্রবেশ কমে গিয়েছিল। কিন্তু শনিবার একদিনে অন্তত পাঁচটি ড্রোন দেখা যাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সেনা হাই অ্যালার্টে রয়েছে।

