Rajganj: ডিসিআরসি’তে বিক্ষোভে সামিল ভোটকর্মীরা, নিরাপত্তা ও সাম্মানিকের দাবি

রাজগঞ্জ: নিরাপত্তা ও সান্মানিক না পাওয়ায় রাজগঞ্জ ডিসিআরসি-তে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা। রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাইস্কুলে ডিসিআরসি কেন্দ্রে বিক্ষোভে শামিল হলেন শতাধিক ভোটকর্মী। মূলত নিরাপত্তা এবং সাম্মানিকের দাবিতে এই বিক্ষোভ। সঠিক ব্যবস্থা না পেলে তারা ভোট কেন্দ্রে যাবেন না বলে হুঁশিয়ারি দিলেন তাঁরা।

আর কয়েক ঘণ্টা বাদেই পঞ্চায়েত ভোট। রাজগঞ্জ ব্লকের জন্য ডিসিআরসি করা হয়েছে রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলে। দিব্যেন্দু সাহা নামে এক ভোট কর্মী বলেন, ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তারা নিয়েছেন। উচ্চ আদালতের নির্দেশ অনুসারে ভোট কর্মীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। কিন্তু সে ব্যবস্থা নেই। এছাড়া ভোটে ডিউটি করার জন্য যে খরচের টাকা দেওয়ার কথা তাও দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট ক্যাশ কাউন্টার ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সদুত্তর মেলেনি।

About The Author