Draupadi Murmu: প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পদপ্রার্থী

ভারতবর্ষ কি তবে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেতে চলেছে? সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই মুখ। তা দেখেই অনেকেরই মনতব্য, ইনিই কি দেশের পরবর্তী রাষ্ট্রপতি? ইনি হলেন দ্রৌপদী মুর্মু। একজন আদিবাসী নেত্রী। প্রাক্তন রাজ্যপাল, বিজেপির আদিবাসী Morchar সভানেত্রী।

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থীর জন্য বিজেপির অন্যতম প্রধান আদিবাসী মুখ ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ও ওড়িশার প্রাক্তন মন্ত্রী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করল NDA। তাঁর লড়াই বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্হার সঙ্গে। রাইসিনার যুদ্ধে ভোটের অঙ্কের নিরিখে অনেকটাই এগিয়ে বিজেপি পদপ্রার্থী। কে ইনি? দ্রৌপদী মুর্মু ২০১৫ থেকে ২০২১ অবধি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। শুরুতে তিনি একজন সাম্মানিক সহকারী শিক্ষক ছিলেন। ১৯৯৭ সালে পুরভোটে জিতে কাউন্সিলর হন দ্রৌপদী মুর্মু। বিজেপির একাধিক সাংগঠনিক দায়িত্বও পালন করেছেন দ্রৌপদী মুর্মু। ২০০২ থেকে ২০০৯ অবধি বিজেপির আদিবাসী মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন। ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ফল ঘোষণা ২১ জুলাই। সেদিনই জানা যাবে দেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম।

About The Author