পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন, বাড়তি সময় পেলেন বিএলওরা

নয়াদিল্লি: নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার কারণে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল। আগে ঘোষণা করা হয়েছিল, ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে এবং ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী গোটা প্রক্রিয়া সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এখন ১১ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা ও আপলোডের কাজ শেষ করতে হবে। ১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া তালিকা প্রস্তুতির কাজ এবং ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা।

এরপর ১৫ জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা নিয়ে অভিযোগ ও আপত্তি জানানো যাবে। ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইআরওরা শুনানি ও যাচাই করবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।

কমিশনের তরফে জানানো হয়েছে, বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) বাড়তি চাপ ও সময়সীমা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক বিএলও অনলাইনে তথ্য আপলোড করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন। ফলে তাঁদের সুবিধার্থে সময়সীমা বাড়ানো হয়েছে।

About The Author