ইরানে ইজরায়েলের হামলার প্রেক্ষিতে নতুন করে তেহরানকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তার এক্স হ্যান্ডল অ্যাকাউন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথে তিনি লেখেন, ‘আমি ইরানকে একের পর এক সুযোগ দিয়েছি চুক্তিতে পৌঁছানোর জন্য।
আমি তাদেরকে কড়া ভাষায়, বলি ‘এটা করো’, কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন, করতে পারেনি। আমি তাদের বলেছিলাম যে, তারা যা জানে বা বোঝে তার থেকেও খারাপ পরিণতি হবে।’শুক্রবার সকালেই ইজরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি, ও ইরানের সেনাপ্রধান। এছাড়াও ৬ পরমাণু বিজ্ঞানির মৃত্যু হয়েছে।
মারা গিয়েছেন আরও কয়েকজন সেনাকর্তাও। এই হামলার পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দাবি করেন, হামলার সঙ্গে আমেরিকার কোনও যোগ নেই। কিন্তু তার কিছুক্ষণ পরই ট্রাম্পের পোস্ট স্পষ্ট করে দিয়েছে ইজরায়েলের হামলার পেছনে রয়েছে আমেরিকা।
ইরানকে ট্রাম্পের বার্তা, ‘আমেরিকা বিশ্বের সবচেয়ে ভয়াবহ অস্ত্র তৈরি করে এবং এর মধ্যে বেশ কয়েকটি ইসরায়েলের কাছে আছে যা তারা জানে কিভাবে ব্যবহার করতে হয়। কিছু ইরানি কট্টরপন্থী সাহসের সঙ্গে কথা বলেছেন, কিন্তু তারা জানেন না কী ঘটতে চলেছে। তারা সবাই এখন মারা গেছে, এবং পরিস্থিতি আরও খারাপ হবে।’
ট্রাম্প লেখেন, ‘ইতিমধ্যেই ব্যাপক মৃত্যু এবং ধ্বংসযজ্ঞ ঘটেছে, তবে এই হত্যাকাণ্ডের অবসান ঘটানোর জন্য এখনও সময় আছে, পরবর্তী পরিকল্পিত আক্রমণগুলি আরও নৃশংস হবে, শেষ হওয়ার আগে ইরানকে একটি চুক্তি করতে হবে, এবং একসময় ইরানি সাম্রাজ্য হিসাবে পরিচিত যা ছিল তা সংরক্ষণ করতে হবে।’ তবে ট্রাম্পের আশা ইজরায়েল আলোচনার টেবিলে ফিরবে।
অন্যদিকে ইতিমধ্যে ইরান এদিনের হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা পালটা ইজরায়েলে ড্রোন হামলা চালিয়েছে। তবে সেই হামলা খুব একটা কার্যকর হয়নি বলে জানা গেছে। ইজরায়েল তা প্রতিরোধ করেছে।