‘নোবেল পাইনি, শান্তির দায় আমার নয়’, নরওয়ের প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিমানী চিঠি

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরকে চিঠি লিখে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প চিঠিতে স্পষ্ট বার্তা দিয়েছেন, যেহেতু তাঁকে নোবেল দেওয়া হয়নি, তাই তিনি বিশ্ব শান্তি নিয়ে আর ভাববেন না। তাঁর বক্তব্য, “৮টির বেশি যুদ্ধ থামানোর পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন থেকে শান্তির বিষয়ে চিন্তা করার কোনও প্রয়োজন অনুভব করি না আমি। আমি কেবল আমেরিকার জন্য কোনটা ভালো ও সঠিক, সেটাই ভাবব।”

চিঠিতে ট্রাম্প নোবেল কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং নরওয়ে সরকারের অবস্থানকে মার্কিন বিদেশনীতিতে যুক্ত করার ইঙ্গিত দেন। এর আগে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো নিজের নোবেল শান্তি পুরস্কার প্রতীকীভাবে ট্রাম্পকে তুলে দিয়েছিলেন। তবে নোবেল কমিটি জানিয়েছে, পুরস্কার প্রতীকীভাবে অন্য কারোর হাতে তুলে দেওয়া যায় না।

চিঠিতে ট্রাম্প গ্রিনল্যান্ড প্রসঙ্গও তোলেন। তাঁর দাবি, ডেনমার্ক বা অন্য কোনও দেশ গ্রিনল্যান্ডকে চীন বা রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রের হাত থেকে রক্ষা করতে পারবে না। তাই আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত বিশ্ব নিরাপদ নয়। এই অভিমানী চিঠি প্রকাশ্যে আসতেই বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে।

About The Author