নির্বাচনে কারচুপির অভিযোগে গ্রেপ্তার হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়ার আদালতের নির্দেশ অনুযায়ী ট্রাম্প এবং তাঁর দুই সহকর্মীকে ২৫ অগাস্টের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। সেই নির্দেশের চাপে পরেই বৃহস্পতিবার তাঁরা আত্মসমর্পণ করেন।
গ্রেপ্তারির পর কারাগারে ট্রাম্পকে কুড়ি মিনিট কাটাতে হয়েছিল মাত্র। তাঁর বন্দি-ছবি তোলার পর দু’লক্ষ ডলারের বন্ডের বিনিময়ে মুক্তি দেওয়া হয় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে। তবে তাঁর বন্দি-ছবি প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে। আসামী হিসেবে বোর্ড নিয়ে পুলিশের সামনে তাঁকে দাড়াতে হয়েছিল।
জেলে ট্রাম্পের তোলা ছবিতে তাঁকে বেশ বিরক্ত দেখাচ্ছে। আটলান্টার ফুলটন কাউন্টির শেরিফের অফিস থেকে প্রকাশিত ছবিতে তাঁকে গাঢ় নীল স্যুট, সাদা শার্ট এবং লাল টাই পরে ক্যামেরার দিকে তাকাতে দেখা গিয়েছে। সমাজমাধ্যমে এই ছবিটিকে ‘ঐতিহাসিক’ ছবি বলে অভিহিত করা হচ্ছে। কারণ, আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়ে গ্রেপ্তার হলেন।