বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম গণতন্ত্র হিসেবে ঐতিহাসিক সম্পর্ক ভারত-আমেরিকার! ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর একটি সাদা-কালো ছবি শেয়ার করেন।
ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি ভারত সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম গণতন্ত্র হিসেবে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।”
মার্কিন দূতাবাসও ট্রাম্পের বার্তা শেয়ার করেছে। যদিও তাঁর প্রশাসনের আমলে শুল্কনীতি নিয়ে ভারত-আমেরিকা সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল, তবুও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তায় তিনি দুই দেশের ঐতিহাসিক বন্ধনকেই গুরুত্ব দিয়েছেন।
ভারতীয় কূটনৈতিক মহল মনে করছে, এই বার্তা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার ইঙ্গিত বহন করছে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উপস্থিতির পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা আন্তর্জাতিক মহলে ভারতের মর্যাদা আরও উজ্জ্বল করেছে।

