Donald Trump: ‘ভয়ে লুকিয়েছিল’, ‘যুদ্ধ থামালাম, ধন্যবাদও পেলাম না’, ট্রাম্পের মন্তব্যে ‘ক্ষিপ্ত’ তেহরান

সম্প্রতি ইরান-ইসরায়েল যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক বিবৃতি দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই যুদ্ধ জয়ের যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। বলাই বাহুল্য, ট্রাম্পের এই মন্তব্যে বেজায় চটেছে তেহরান।

ট্রাম্প বলেন, “খামেনেই জানেন, তিনি যুদ্ধ জেতেননি। বরং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। আমি জানতাম তিনি কোথায় লুকিয়ে ছিলেন, তবুও আমি ইসরায়েল ও মার্কিন বাহিনীকে তাকে হত্যা করতে দিইনি।”

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যে তেহরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে “এক ভয়ঙ্কর ও লজ্জাজনক মৃত্যু” থেকে রক্ষা করেছেন, কিন্তু খামেনেই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেননি।

এদিকে, ট্রাম্প আরও দাবি করেন, যুদ্ধের শেষ পর্যায়ে ইসরায়েলের একটি বড় বিমান বহর তেহরানের দিকে যাচ্ছিল, যা তিনি নিজে থামিয়ে দেন। “আমি তাকে এক ভয়ঙ্কর ও লজ্জাজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি,” বলেন ট্রাম্প।

ট্রাম্প জানান, যুদ্ধের পর তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কাজ করছিলেন। কিন্তু খামেনেইর ‘ঘৃণা ও রাগে ভরা’ বক্তব্যের পর তিনি সেই কাজ বন্ধ করে দেন। “তাদের দেশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, ভবিষ্যৎ নেই,” বলেন তিনি।

তিনি খামেনেইকে উদ্দেশ করে বলেন, “আপনি একজন ধর্মভীরু মানুষ, মিথ্যা বলা আপনার উচিত নয়। আপনি ধন্যবাদ না দিলেও আমি জানি, আমি আপনাকে বাঁচিয়েছি।”

এই মন্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “ট্রাম্প যদি সত্যিই কোনো চুক্তি চান, তবে তাকে খামেনেইর প্রতি এই অবমাননাকর ও অগ্রহণযোগ্য ভাষা বন্ধ করতে হবে।” তিনি আরও বলেন, “ইরানি জনগণ হুমকি ও অপমান ভালোভাবে নেয় না। ইসরায়েলকে আমাদের ক্ষেপণাস্ত্রের ভয়ে ‘ড্যাডির’ কাছে পালাতে হয়েছে”।

এই পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। ট্রাম্প যেখানে ইরানকে “ধ্বংসপ্রাপ্ত দেশ” বলে অভিহিত করেছেন, সেখানে ইরান নিজেদের “স্বাধীনতা ও মর্যাদার প্রতীক” হিসেবে তুলে ধরছে।

About The Author