Donald Trump: ‘৮টি যুদ্ধ থামিয়েছি আমি, আমার ৮টি নোবেল প্রাপ্য!’

ওয়াশিংটন: নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, গত ১০ মাসে তিনি অন্তত আটটি যুদ্ধ থামিয়েছেন। তাঁর বক্তব্য, ‘প্রতিটি যুদ্ধ থামানোর জন্য একটি করে নোবেল পাওয়া উচিত আমার।’

ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত পরমাণু যুদ্ধের দোরগোড়ায় পৌঁছেছিল। তিনি সেই যুদ্ধ থামিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছেন। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্ধৃতি দিয়ে ট্রাম্প দাবি করেন, তাঁর হস্তক্ষেপে অন্তত ১০ মিলিয়ন মানুষের জীবন রক্ষা পেয়েছে।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরকে লেখা চিঠির প্রসঙ্গও টেনে আনেন ট্রাম্প। চিঠিতে তিনি লিখেছিলেন, ‘৮টির বেশি যুদ্ধ থামানোর পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি। ফলে এখন থেকে আমি শান্তির বিষয়ে চিন্তা করব না, কেবল আমেরিকার স্বার্থেই কাজ করব।’

তবে নরওয়ের প্রধানমন্ত্রী পাল্টা জানান, নোবেল পুরস্কার স্বাধীন কমিটি প্রদান করে, সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। কিন্তু ট্রাম্পের অভিযোগ, নরওয়ে সরকারই নোবেল কমিটিকে নিয়ন্ত্রণ করে। এই অভিমানী মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে।

About The Author