দ্বিতীয়বার হোয়াইট হাউসের মসনদে ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন রিপাব্লিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম প্রেসিডেন্ট হয়ে আমেরিকাকে আবারও ‘বিশ্বসেরা’ হিসেবে তুলে ধরবেন বলে আশ্বাস দিলেন তিনি।
নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে আমেরিকায়। সেখানে কমলা হ্যারিস অনেকটাই পিছিয়ে রয়েছে ট্রাম্পের তুলনায়। প্রেসিডেন্ট হতে গেলে ২৭০টি সিট জিততে হয় আমেরিকায়। সেখানে ২৭৭টি সিট নিজের দখলে রেখেছেন ট্রাম্প। ২৭০-র সেই সংখ্যা ছুঁয়ে ফেলার আগেই ট্রাম্প জয় ঘোষণা করে কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানান।
হোয়াইট হাউজের দৌড়ে এগিয়ে আছেন তিনিই, নিশ্চিত হতেই উদযাপন শুরু হয়েছে রিপাব্লিকানদের। বিজয় ভাষণে ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী ও পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে দেশের মেহনতি মানুষের ভালোবাসা এবং সমর্থনকেও সম্মান জানিয়েছেন।
প্রসঙ্গত, আগামী ১৫ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন পুনর্নির্বাচিত ট্রাম্প। ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।