Doctors Protest: কর্মবিরতি আংশিক তুলে নেওয়ার ঘোষণা জুনিয়র ডাক্তারদের

কলকাতা: আপাতত ধর্না শেষ। শুক্রবার থেকে কর্মবিরতি আংশিক তুলে নেওয়ার ঘোষণা জুনিয়র ডাক্তারদের। প্রয়োজনে আবার পূর্ণ কর্মবিরতিতে ফিরতে পারেন প্রতিবাদী ডাক্তারেরা। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করে জানালেন জুনিয়র ডাক্তারেরা।

তাঁরা বক্তব্যে জানাল, শুক্রবার বিকেল ৩টে নাগাদ ধর্নামঞ্চ থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের একটি প্রতিবাদ মিছিল বের করা হবে। তার মাধ্যমেই অবস্থান তুলে নেওয়া হবে।

শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে জরুরি পরিষেবায় ফিরবেন আন্দোলনকারীরা। জানান হল, অতিপ্রয়োজনীয় জায়গাগুলিতেই তাঁরা কাজে যোগ দেবেন। বাকি জায়গায় কর্মবিরতি চলবে তাঁদের।

নিরাপত্তা সহ মোট পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। বুধবার সেই দাবি নিয়েই নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক হয়। সেখান থেকে বেরিয়ে যদিও ডাক্তারেরা জানিয়েছিলেন, তাঁরা হতাশ। বৈঠকের কার্যবিবরণীতে মুখ্যসচিব স্বাক্ষর করেননি বলে অভিযোগ করেছিলেন তাঁরা।

বৃহস্পতিবার জানা গেল, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিয়েছেন মুখ্যসচিব। হাসপাতালগুলির পরিকাঠামো এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তারপরেই জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তের কথা জানা যায়।

About The Author