নয়া জীবন শুরু করতে লন্ডনে যাচ্ছিলেন, বিমান দুর্ঘটনায় সপরিবার মৃ*ত্যু চিকিৎসকের

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা! বিমানের ভেতরে ছিলেন ২৪২ জন। ঘটনার পরই যেন তালগোল পাকিয়ে গেল সবকিছু। চারিদিকে লাশের ছড়াছড়ি।

 

২৪১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ছিলেন রাজস্থানের বাঁশওয়ারার একটি চিকিৎসক পরিবার। স্ত্রী-সন্তানদের নিয়ে লন্ডনে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিলেন। কিন্তু সেই যাওয়া আর হল না। নিমিষেই সব শেষ।

 

রাজস্থানের ১০ জন নিহতদের মধ্যে ৫ জনই ওই চিকিৎসক প্রতীক যোশীর পরিবারের সদস্য। জানা গেল, প্রতীক যোশী গত ছ’বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন।

 

একজন সফটওয়্যার পেশাদার, পটভূমিগতভাবে যোশী দীর্ঘদিন ধরে তার স্ত্রী এবং তিন ছোট সন্তানের জন্য বিদেশে ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। অবশেষে এই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছিল, কিন্তু ভাগ্য নির্মমভাবে শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায়।

 

প্রতীকের সাথে দুর্ভাগ্যজনক বিমানে ছিলেন তার স্ত্রী, একজন চিকিৎসা পেশাদার ডাঃ কোমি ব্যাস, যিনি স্থায়ীভাবে স্থানান্তরের প্রস্তুতির জন্য মাত্র দুই দিন আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তাদের তিন সন্তান, যার মধ্যে পাঁচ বছর বয়সী যমজ কন্যাও ছিল, যাত্রায় তাদের সাথে ছিল।

 

স্থানীয়রা বলেন, উভয়ই উচ্চ শিক্ষিত, তাদের পেশার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের সন্তানদের প্রতি নিবেদিতপ্রাণ। তাদের মৃত্যুর খবরে বাঁশওয়ারায় শোকের ছায়া নেমে আসে।

About The Author