করোনায় মৃত্যু ডিএমকে বিধায়কের

চেন্নাই: করোনার থেকে পার পাচ্ছেন না নেতারাও। এবার করোনা সংক্রমণে মৃত্যু হল তামিলনাড়ুর ডিএমকে বিধায়ক জে আনবাঝাগানের। শ্বাসকষ্টের কারণে গত ২ জুন চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তাঁর শরীরে করোনার সংক্রমণ ধরা পরে। বুধবার মৃত্যু হয় বিধায়কের। ভর্তি হওয়ার পর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

শ্বাসকষ্টের কারণে তাঁর অক্সিজেনের চাহিদা বেড়ে গিয়েছিল। পাশাপাশি হৃদরোগ জনিত সমস্যা এবং কিডনিতেও ক্রনিক সমস্যা ছিল। এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

তামিলনাড়ু রাজ্যে এই প্রথম করোনার সংক্রমণের পর কোনও রাজনৈতিক ব্যাক্তিত্বর মৃত্যু হল। ওই রাজ্যে বর্তমান ক্ষমতাসীন এআইএডিএম সরকারের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেছেন লকডাউন চলাকালীন এমকে স্টালিনের ইভেন্টে অংশ নেওয়ার জেরেই বহু মানুষ করোনা সংক্রমিত হয়েছেন।