ডেস্ক রিপোর্ট: ভারতে দীপাবলির উৎসব যতই আলোকোজ্জ্বল হোক, তার পরিণতি সীমান্ত পেরিয়ে পৌঁছেছে পাকিস্তানে। বিশেষ করে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বায়ুদূষণের মাত্রা হঠাৎ করেই বেড়ে গেছে। মঙ্গলবার সকালে শহরের Air Quality Index (AQI) পৌঁছায় ২৬৬, যা দিল্লির পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দূষিত শহরের তালিকায় স্থান করে নেয়।
পাকিস্তানের পাঞ্জাব পরিবেশ সুরক্ষা দপ্তর দাবি করেছে, ভারতের দিল্লি, অমৃতসর, লুধিয়ানা ও হরিয়ানার দিক থেকে ধোঁয়াবহুল বাতাস প্রবেশ করেছে লাহোরে। মরিয়ম নওয়াজ-এর নেতৃত্বাধীন প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় অ্যান্টি-স্মগ গান, জল ছিটানো, এবং দূষণকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। খোলা জায়গায় নির্মাণ সামগ্রী ঢেকে রাখা, ধোঁয়া ছড়ানো গাড়ি আটকানো, এমনকি ৮৩ জনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দীপাবলির আতশবাজির ধোঁয়া ও স্থানীয় দূষণের মিশ্রণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। WHO-এর মানদণ্ড অনুযায়ী, লাহোরের PM2.5 মাত্রা ছিল নিরাপদ সীমার ৩৭ গুণ বেশি।

