১৯ বছরের দাবাড়ু দিব্যা! চিনের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ভারতের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে ফাইনালে উঠলেন।
বিশ্বকাপ দাবার মহিলাদের বিভাগে ভারতের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন দিব্যা দেশমুখ। মাত্র ১৯ বছর বয়সেই ভারতের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলেন তিনি। সেমিফাইনালে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন এবং বর্তমান বিশ্বের চতুর্থ স্থানধারী চিনের তান ঝংজিকে হারিয়ে এই অনন্য নজির গড়েন দিব্যা।
দ্বিতীয় লেগের খেলায় বুধবার সাদা ঘুটি নিয়ে আলাপিন সিসিলিয়ান ডিফেন্স স্ট্রাটেজি প্রয়োগ করে নির্ণায়ক জয় ছিনিয়ে নেন তিনি। উত্তেজনায় মোড়া ম্যাচে শান্ত মাথায় চাল খেলেই ১.৫–০.৫ স্কোরে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন দিব্যা। এর আগে মঙ্গলবার কালো ঘুটি নিয়ে প্রথম লেগ ড্র হয়েছিল।
গোটা প্রতিযোগিতাতেই দুরন্ত ছন্দে ছিলেন দিব্যা। চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বাছাই চিনের ঝু জিনার এবং কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে ভারতের দ্রনোভালি হারিকাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছন তিনি।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হন ভারতের কনেরু হাম্পি এবং চিনের শীর্ষ বাছাই লি তিংজি। হাম্পি যদি ফাইনালে ওঠেন, তবে প্রথমবার ঐতিহ্যশালী ক্যানডিডেট প্রতিযোগিতার ফাইনালে দু’জন ভারতীয় মহিলা দাবাড়ুর অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হবে।