আগামী সপ্তাহেই নতুন নাম ফেসবুকের!

নিজের নতুন নাম রাখছে ফেসবুক। আগামী ২৮ অক্টোবর, বৃহস্পতিবার ফেসবুকের অ্যানুয়াল কানেক্ট কনফারেন্সে নতুন সংস্করণ এবং নতুন নাম প্রকাশ করবেন কর্তৃপক্ষ। ফেসবুক নতুন রূপে আত্মপ্রকাশ করবে বলেও খবর। তবে আমেরিকার বহুজাতিক প্রযুক্তি সংস্থা ফেসবুক ইনকর্পোরেশন নাম বদলালেও তার ফেসবুক অ্যাপটির নাম বদলাচ্ছে না।

ইনস্টাগ্রাম, ওকুলাস, হোয়াটসঅ্যাপের মতো ফেসবুকের অন্তর্গত অন্যান্য অ্যাপের মতো ফেসবুক অ্যাপটি থাকবে। তবে এই সব অ্যাপ যে সংস্থার ছত্রছায়ায় আগামী দিনে থাকবে, সেই সংস্থার নাম বদলে যেতে পারে। তবে, ফেসবুক কর্তৃপক্ষের অনেক শীর্ষ কর্তাও নতুন নামের ব্যাপারে কিছু জানেন না। যদিও তারপরও গোপন খবর প্রকাশ্যে এসেছে।

সংবাদ সংস্থা ফেসবুকের এক শীর্ষকর্তার বক্তব্য উল্লেখ করে জানিয়েছে, নতুন নামের সঙ্গে কোথাও না কোথাও ‘হরাইজন’ শব্দটি বা শব্দের আক্ষরিক অর্থের যোগ থাকতে পারে। ‘হরাইজন’ শব্দের অর্থ দিগন্ত। প্রশ্ন উঠতে পারে, নেটমাধ্যমে জনপ্রিয়তার আকাশ ছোঁয়ার পর এ বার কি নয়া দিগন্ত স্পর্শ করতে চলেছে ফেসবুক? যদিও ফেসবুক যে নামের পাশাপাশি কাজেও দিগন্ত স্পর্শ করতে চায়, তার ইঙ্গিত আগে দিয়েছিল।

About The Author