মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ ধনকুবের ইলন মাস্কের। তিনি ট্রাম্প সরকারে DOGE প্রধানের পদে ছিলেন।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এই খবর নিশ্চিত করে জানান, ইলন মাস্ক মার্কিন প্রশাসন থেকে পদ ছাড়ছেন। মাস্ক ১৩০ দিন ধরে মার্কিন সরকারের একজন বিশেষ কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন।
মাস্ক নিজেও পোস্ট করে এ কথা জানিয়েছেন। বলেছেন, ‘মার্কিন প্রশাসনে একজন বিশেষ কর্মচারী হিসেবে আমার মেয়াদ শেষ। সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। সময়ের সঙ্গে সঙ্গে DOGE-এর লক্ষ্য আরও শক্তিশালী হোক।’
প্রসঙ্গত, ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নিয়ে মাস্কের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছিল। মাস্ক বলেছিলেন, হয়ত বিলটি দুর্দান্ত হবে, কিন্তু আমার মনে হয় না একই সঙ্গে দুটোই হতে পারে।’
তবে, দীর্ঘদিন ধরে জল্পনা, মাস্কের টেসলার বিক্রি ক্রমাগত কমছে। টেসলার শেয়ারের ক্রমাগত পতন থেকে বিনিয়োগকারীরা পুনরুদ্ধার করতে পারেনি। ইতিমধ্যে, টেসলার বিনিয়োগকারীরাও মাস্কের পদত্যাগ দাবি করেছিলেন। এর প্রভাব কোম্পানির গাড়ি বিক্রি থেকে শুরু করে শেয়ার সবকিছুতেই দেখা যাচ্ছে। তাই এই পদত্যাগের পেছনে মূলত ব্যবসায়িক চাপ রয়েছে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের।

