রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পেলেন রাজগঞ্জের দীপঙ্কর

রাজগঞ্জ: রাজ্য বিজেপি যুব মোর্চার আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের কো-কনভেনার পদে নিযুক্ত হলেন রাজগঞ্জের দীপঙ্কর দাস। বিজেপির রাজ্যভিত্তিক গুরুত্বপূর্ণ পদে জলপাইগুড়ি জেলা তথা রাজগঞ্জ থেকে এই প্রথম এমন দায়িত্ব পেলেন দীপঙ্কর। শুধু তাই নয়, রাজ্য বিজেপির যুব মোর্চার আইটি সেলে উত্তরবঙ্গের একমাত্র মুখ দীপঙ্কর। উল্লেখ্য, রাজ্যের বিজেপি যুব মোর্চার আইটি এবং সোশ্যাল মিডিয়া কনভেনার হিসেবে দক্ষিণ কলকাতা থেকে দায়িত্ব পেয়েছেন জয় চৌধুরী। দীপঙ্করের সঙ্গেই বাঁকুড়া এবং উত্তর কলকাতা থেকে যথাক্রমে সব্যসাচী ভট্টাচার্য এবং যস বিনানি আইটি সেলের কো-কনভেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন। উত্তরবঙ্গ থেকে একমাত্র এবং ব্লকে প্রথম এমন দায়িত্ব পেয়ে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বিজেপি মন্ডল নেতৃত্ব। দীপঙ্করের বাড়ি রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, ২০১৪ থেকে ২০১৫, মন্ডল যুব মোর্চার সদস্য হিসেবে ছিলেন, এরপর ২০১৬ থেকে ২০১৮, মন্ডল যুব মোর্চার সহ-সভাপতি এবং এরপর জেলার সদস্য ও যুব মোর্চা মন্ডলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ জোনের যুব মোর্চার সাংগঠনিক বৈঠক হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে এই দ্বায়িত্বভার তুলে দেওয়া হয় দীপঙ্করের হাতে। এদিন উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহপর্যবেক্ষক অরবিন্দ মেনন এবং যুব মোর্চার অন্যান্য রাজ্য পদাধিকারীরা। নয়া দ্বায়িত্ব প্রাপকদের কথা যুব মোর্চার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে আগেই ঘোষণা করা হয়। দীপঙ্কর জানিয়েছে, নতুন দায়িত্ব পেয়ে সে খুব খুশি। এরজন্য বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ সহ অন্য যুব মোর্চা নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছে সে। আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠিত করার সংকল্প নিয়ে কাজ করবে বলে জানিয়েছে দীপঙ্কর।

https://www.facebook.com/westbengalbjym/posts/3835712206555186

About The Author