বিয়ের ১১ দিনের মধ্যেই দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল তারকার, সঙ্গে প্রয়াত ভাইও

মাত্র কয়েকদিন আগে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছিলেন—এবং আজ আর নেই। লিভারপুলের স্ট্রাইকার এবং পর্তুগালের জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার দিয়োগো জোতা মারা গিয়েছেন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। স্পেনের জামোরা প্রদেশের সের্নাদিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, বুধবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ জোতা তাঁর ভাই আন্দ্রের সঙ্গে একটি বিলাসবহুল গাড়িতে ছিলেন। একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি উল্টে যায়, চাকা ফেটে আগুন ধরে যায়, তারপর বিস্ফোরণ—ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

জোতার মৃত্যুর খবর প্রথম আসে স্পেনের সংবাদমাধ্যমে, পরে তা নিশ্চিত করে পর্তুগালের ফুটবল ফেডারেশন। সংস্থার প্রধান পেদ্রো প্রোয়েনসাও বলেন, “উদাহরণযোগ্য চরিত্র ছিল জোতা—সতীর্থ আর প্রতিপক্ষ সকলেই ওকে সম্মান করত।”

২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন জোতা। ক্লপের অধীনে নিয়মিত একাদশের মুখ হয়ে ওঠেন। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, এবং সম্প্রতি উয়েফা নেশনস লিগ জয়—সব জায়গাতেই তাঁর ছিল দাপটের ছাপ।

About The Author