কলকাতা: ২১ জুলাই দলবদলের তীব্র জল্পনার অবসান ঘটালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, হয়তো ওই দিন তৃণমূল কংগ্রেসের সভায় তাঁকে দেখা যাবে। তবে শনিবার দিল্লি থেকে ফিরে শহিদ দিবসে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি—২১ জুলাই, খড়গপুরে বিজেপির উদ্যোগে ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি সভায়’ অংশ নেবেন।
বিজেপির শহিদ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই সভা হবে গিরি ময়দানের কেদারনাথ মন্দির প্রাঙ্গণে, দুপুর ৩টা থেকে। ফেসবুক পোস্টে তাঁর দপ্তর জানিয়েছে, তৃণমূলের ‘রক্তের রাজনীতি’-তে শহিদ প্রায় আড়াইশো কর্মীর প্রতি শ্রদ্ধা জানানোই হবে এই কর্মসূচির মূল লক্ষ্য।
এই ঘোষণার আগে দিলীপ ঘোষ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গাপুর সভায় অংশ নেওয়ার কথা বললেও, পরে সিদ্ধান্ত বদলে দিল্লিতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডাকে। দিল্লি থেকে ফিরে জানান, দলীয় সাংগঠনিক প্রস্তুতি ও আসন্ন বিধানসভা নির্বাচনের রূপরেখা নিয়েই তাঁর সঙ্গে আলোচনা হয়েছে।
নাড্ডা তাঁকে রাজ্যে ফিরে শক্তভাবে লড়াই চালানোর নির্দেশ দেন বলেও জানিয়েছেন দিলীপ। এই ঘোষণার মাধ্যমে দিলীপ ঘোষ কার্যত তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনার অবসান ঘটালেন এবং আবারও নিজের রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করলেন।
- বিজেপির শহিদ কর্মীদের শ্রদ্ধা জানাতে খড়গপুরে সভার ঘোষণা দিলীপ ঘোষের। তৃণমূল যোগের জল্পনায় ইতি টেনে শহিদ দিবসে বিজেপির পক্ষেই অবস্থান স্পষ্ট করলেন তিনি।