Dilip Ghosh: ‘অপপ্রচার, ষড়যন্ত্র’! ভাইরাল ভিডিও নিয়ে পুলিশের দ্বারস্থ দিলীপ ঘোষ

ভাইরাল ভিডিও নিয়ে বিব্রত দিলীপ ঘোষ! পুলিশের দ্বারস্থ বিজেপি নেতা। তাঁর দাবি, ‘ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিকভাবে অপদস্থ করাই উদ্দেশ্য।’

কলকাতা: রাজ্যের রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করেছে একটি ভিডিও, যা সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে বিজেপি নেতা দিলীপ ঘোষের উপস্থিতি রয়েছে বলে দাবি করছে সমাজমাধ্যমের একটি অংশ, যদিও সেই ভিডিওর প্রামাণ্যতা নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ঘটনার সূত্রপাত বেশ কিছু ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রচারের পর। এরপর সমাজমাধ্যমে তা নিয়ে নানা মন্তব্য ও দাবি ঘুরপাক খেতে থাকে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দিলীপ ঘোষ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি অভিযোগপত্রে জানিয়েছেন— “সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিকভাবে আমাকে অপদস্থ করার উদ্দেশ্যেই এই প্রচার চালানো হয়েছে।” দিলীপ ঘোষের আবেদন, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হোক।

About The Author