Dilip Ghosh: চারহাত এক হল দিলীপ-রিঙ্কুর

কলকাতা: নিউটাউনের আবাসনে চার হাত এক হল দিলীপ-রিঙ্কুর। চিরকুমার তকমা ঘুচিয়ে সংসারে আবদ্ধ হলেন বছর ৬১-র বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রাক্তন বিজেপি সাংসদের ফ্ল্যাটেই সন্ধ্যায় চার হাত এক হল দু’জনের। উপস্থিত রইলেন পরিবার এবং ঘনিষ্ঠ কয়েক জন। বিয়ে সেরে দিলীপ ঘোষ জানান, ‘মায়ের ইচ্ছায় সব। জীবনের দায়িত্ব আরও ভাল ভাবে পালন করতে এই সিদ্ধান্ত।’

বিয়ের সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষের রাজনীতি ছাড়া নিয়ে জল্পনা উঠেছে। এই ব্যাপারে দিলীপ ঘোষ জানান, বিয়ে করলেও তাঁর রাজনৈতিক ভূমিকা বদলাবে না। তাঁর স্ত্রী ‘‘রিঙ্কুও দলেরই কর্মী। দল যে দায়িত্ব দিয়েছে সেই মতই কাজ চলবে।’

About The Author