তৃণমূলের অনুষ্ঠানে যোগ দিলীপ ঘোষের, চলল সেলফি, সৌজন্য বিনিময়

তৃণমূলের অনুষ্ঠানে যোগ দিলেন দিলীপ ঘোষ। তাঁর সামনেই ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ! মমতা ব্যানার্জি জিন্দাবাদ’, স্লোগান উঠল। সেখানে দাঁড়িয়েও ভাষণ দিলেন দিলিপবাবু। পদ্মনেতাকে সামনে রেখে সেলফিও নিলেন তৃণমূল কর্মীরা।

দাবাং বিজেপি নেতাকে নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হলেও, বিষয়টিকে সৌজন্যই বলছে দুই শিবির। বৃহস্পতিবার এমনই ঘটনা দেখল বধর্মানের তালিত এলাকায়। প্রচারে বেরিয়ে ইদ উপলক্ষে শাসক দলের একটি অনুষ্ঠানে যোগ দেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী।

বাঘার ২নম্বর অঞ্চল তৃণমূল কংগ্ৰেসের পক্ষ থেকে ওই এলাকায় জলছত্রের আয়োজন করা হয়েছিল। এলাকায় সেই সময় প্রচার করছিলেন প্রার্থী দিলীপ ঘোষ। হঠাৎ চলে এলেন জলছত্র অনুষ্ঠানে। তাঁকে দেখে তৃণমূল কর্মীরা একটু হতবাক হলেও তারাও স্বাগত জানান প্রার্থীকে। জলছত্র অনুষ্ঠানে সকলের সঙ্গে কুশল বিনিময় করে মাইক হাতে নিয়ে দিলীপ ঘোষ বক্তব্য রাখেন। পথচলতি সবাইকে আহ্বান জানান জলছত্রে আসার জন্য। তাঁর সঙ্গে সেই সেলফি তোলার আবদার জানান এক তৃণমূল কর্মী। বিজেপি প্রার্থী তাঁর সঙ্গে সেলফিও তোলেন হাসিমুখে। সেই সময় মাইক হাতে নিয়ে দলের শ্লোগান দিতে শুরু করেন এক তৃণমূল কর্মী।

About The Author