Dilip Ghosh: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৬১-র দিলীপ ঘোষ, পাত্রীটি কে?

বিয়ের পিড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ। ২০২১ সালে মর্নিং ওয়াকে দিলীপ ঘোষের সঙ্গে পাত্রীর আলাপ। নাম, রিঙ্কু মজুমদার।


কলকাতা: বঙ্গ রাজনীতিতে এবার হইহই কাণ্ড! বিয়ের পিড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ। ৬১ বছর বয়সে বিজেপির যুব মোর্চা‌র নেত্রীকে বিয়ে করছেন তিনি। এমনটাই খবরে উঠে আসছে।

জানা গেল, পাত্রীটির নাম রিঙ্কু মজুমদার। কলকাতার যুব মোর্চা‌র দায়িত্ব রয়েছে তাঁর হাতে। ২০২১ সালে মর্নিং ওয়াকে তাঁর সঙ্গে দিলীপ ঘোষের আলাপ হয়েছিল। তারপর রাজনীতি সূত্রে বহুবার একসঙ্গে কাজ করেছেন। তবে দিলীপ ঘোষ আরএসএস-এর প্রচারক হওয়ায় তাঁর বিয়ের কোনও সম্ভাবনা ছিল না। তবে ব্যতিক্রমী হিসেবে বিয়েটা করছেন। সূত্রের খবর, গেল ভোটে হেরে যাওয়ার পর থেকেই দিলীপ ঘোষ নিঃসঙ্গ হয়ে পড়েছেন। হয়ত তাই এই সিদ্ধান্ত।

যদিও এই ব্যাপারে এখনই কিছু বলেননি, দিলীপ ঘোষ। তবে যার সঙ্গে বিয়ে, সেই রিঙ্কু সাংবাদিকদের একথা নিশ্চিত করে জানিয়েছেন। সব ঠিক থাকলে আগামীকালই দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে বসছে বিয়ের আসর। রেজিস্ট্রি করেই চার হাত এক হবে বলে জানা যাচ্ছে।

About The Author