‘ওরা বলছিল, আমরা দিদির লোক’, হাসপাতালের বেডে শুয়ে NDTV-কে বললেন আহত সাংসদ

নাগরাকাটায় হামলার ঘটনায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ—আক্রমণকারীরা নিজেদের ‘দিদির লোক’ বলে দাবি করেছিল।

শিলিগুড়ি: উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যা দুর্গতদের সাহায্য করতে গিয়ে ভয়াবহ হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। হাসপাতালে শুয়ে NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে খগেন বলেন, “ওরা বলছিল—আমরা তৃণমূলের, আমরা দিদির লোক। বিজেপির এখানে কোনও কাজ নেই।”

তিনি দাবি করেন, হামলাকারীরা স্থানীয় ছিল না, বরং বাইরে থেকে আনা হয়েছিল, এমনকি দিল্লি থেকেও। “আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, গাড়িতে পাথর ছোড়া হয়, সামনের ও পিছনের উইন্ডশিল্ড ভেঙে যায়,” বলেন তিনি।

চিকিৎসকদের মতে, খগেনের চোয়ালের হাড় ভেঙেছে, চোখের ক্ষতির আশঙ্কাও রয়েছে। “আরও দু’মাস লাগবে সেরে উঠতে,” জানিয়েছেন তিনি।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি রাজনীতি করতে চাই না। কিন্তু যদি ৩০-৪০টি গাড়ি দুর্গত এলাকায় ঢোকে, তাহলে প্রতিক্রিয়া তো আসবেই।”

বিজেপি নেতারা এই মন্তব্যকে ‘দায় এড়ানোর চেষ্টা’ বলে কটাক্ষ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই হামলাকে “appalling” বলে অভিহিত করেছেন এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন—আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে সাংবিধানিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি।

এই ঘটনার পর দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তবে রাজনৈতিক উত্তেজনা এখনও তুঙ্গে।

About The Author