‘দল দেখা হবে না, সব বাড়িতেই যাবে দিদির দূত’, সুখানি ঘুরে বললেন মন্ত্রী

রাজগঞ্জ: ‘দিদির দূত’ হয়ে রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েত এলাকায় এলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক। এলাকার বিভিন্ন জায়গা দেখে সমস্যার সমাধানও করলেন মন্ত্রী। সাংবাদিক সম্মেলনে জানান, কে কোন দল করে তা না দেখে আগামী ১৫ দিনের মধ্যে এলাকার সব বাড়িতেই যাবেন দিদির দূতেরা। সরকারি প্রকল্পের সুবিধা মিলছে কি না খতিয়ে দেখা হবে। কাজ শুরু হচ্ছে রবিবার থেকেই।

শনিবার সকালে প্রথমে কালী মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচীর আওতায় রাজগঞ্জ বাজারে জনসংযোগ করলেন। সেই ফাঁকেই রাজগঞ্জ বন্দর গার্লস হাইস্কুলে ঢুকে পড়ুয়া এবং শিক্ষিকাদের সাথে কথা বলেন মন্ত্রী। শিক্ষিকারা স্কুল সংক্রান্ত একটি সমস্যা তুলে ধরেন তাঁর সামনে। তারপর সেখান থেকে চলে সন্ন্যাসীপাড়ায় স্থানীয় পঞ্চায়েতের বাড়িতে মধ্যাহ্নভোজন সারতে চলে যান। গ্রামেও স্থানীয়দের অভাব অভিযোগ শুনেছেন মন্ত্রী।

দুপুরের খাবার সেরে ভোলাপাড়ায় জনসংযোগ করেন মন্ত্রী। সন্ধ্যায় মাহানপাড়ায় সাংবাদিক সম্মেলন করে আগামী দিনে এলাকায় দিদির দূতেদের কর্মসূচি সামনে রাখেন। মন্ত্রীর কথায়, ‘কে কোন দল করে দেখা হবে না, সমস্যা শুনতে বাড়ি বাড়ি যাবে দিদির দূত।’ আগামী কয়েকদিনের মধ্যেই এলাকার বাড়ি বাড়ি পৌঁছাবে দিদির দূতেরা। তার জন্য আগামীকাল থেকেই প্রশিক্ষন শুরু হচ্ছে।

শনিবার মন্ত্রীকে সামনে পেয়ে এলাকার অনেকেই তাদের সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি, স্থানীয় প্রধান সহ অন্য নেতা কর্মীরা। অরিন্দমবাবুর কথায়, স্কুলে শিক্ষিকাদের মুখে তাদের সমস্যার কথা শুনে সঙ্গে সঙ্গেই সমাধান করেছেন মন্ত্রী। একটি গাছে নিয়ে সমস্যা ছিল। বনদপ্তরের সঙ্গে কথা বলে মিটিয়ে নেওয়া গেছে।

About The Author