জলপাইগুড়ি: ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল ঘোষ আজ। ষষ্ঠ রাউন্ডের শেষে বিজেপির থেকে বেশ অনেকটাই এগিয়ে গেল তৃণমূল। অন্যদিকে শুরুতে এগিয়ে গেলেও সময়ের সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়ছে বিজেপি। ইতিমধ্যেই উচ্ছাস শুরু করে দিয়েছেন কর্মী সমর্থকেরা। তৃণমূলের নির্মল চন্দ্র রায়ের থেকে ব্যবধান বাড়ছে তাপসী রায়ের। ষষ্ঠ রাউন্ডের গণনার পর তাঁর প্রাপ্ত ভোট ৬২ হাজার ৬০২। গেরুয়া শিবিরের তাপসী পেয়েছেন ৫৮ হাজার ৮২৯টি ভোট। অর্থাৎ, ৩ হাজার ৭৭৩ ভোটে এগিয়ে তৃণমূল।
