ধূপগুড়ির উপনির্বাচনে শহিদের স্ত্রী তাপসীকে প্রার্থী করল বিজেপি

কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন স্বামী, সেই সিআরপিএফ জওয়ানের স্ত্রী’কে ধূপগুড়ি বিধায়ক নির্বাচনে প্রার্থী করল বিজেপি।

মঙ্গলবার রাতে রাজ্য বিজেপির তরফে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হল। শহিদ সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে টিকিট দিয়েছে দল। ২০২১ সালে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল জগন্নাথ রায়ের। তাঁর স্ত্রী তাপসী রাজনীতিতে সক্রিয় না হলেও তাঁকে প্রার্থী করেছে বিজেপি। ক’দিন আগে মারা যান ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়। সেই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে তাপসীর নাম চূড়ান্ত করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

৩২ বছরের তাপসী সন্তানকে নিয়ে ধূপগুড়ির শরৎপল্লিতে থাকেন। স্বামীর মৃত্যুর পর অথৈ জলে পড়েছিলেন। রাজনীতির ময়দানে নেমে নতুন আশা দেখছেন তিনি। বিজেপির টিকিট পাওয়ার পর তাপসী জানান, এলাকার মানুষের জন্য কাজ করতে চান।

About The Author