Dhirendra Krishna Shastri: ‘এটা বাবরের দেশ নয়, ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই’

কলকাতার ব্রিগেডে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর হুঙ্কার: এটা বাবরের দেশ নয়, ভারতকে হিন্দু রাষ্ট্র করব

কলকাতার গীতাপাঠ মঞ্চে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর মন্তব্য, ভারতকে হিন্দু রাষ্ট্র করতেই হবে। বাবরি ইস্যুতে তীব্র আক্রমণও শোনা গেল তাঁর কণ্ঠে।

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের বিশাল অনুষ্ঠানে এসে বিস্ফোরক মন্তব্য করলেন বাগেশ্বর ধামের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়।” তাঁর এই মন্তব্য মুহূর্তে রাজনৈতিক মহলে আলোড়ন তোলে।

শাস্ত্রী দাবি করেন, ভারত কোনও আক্রমণকারীর দেশ নয়, বরং সনাতন সংস্কৃতির দেশ। তাই হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। তিনি বলেন, দেশকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে রাজ্যভিত্তিক বিভাজন ভুলে একজোট হতে হবে।

ব্রিগেডের গীতাপাঠের মঞ্চে তাঁর বক্তব্য ছিল স্পষ্টতই রাজনৈতিক সুরে মোড়া। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে তিনি তীব্র আক্রমণ করেন এবং বলেন, যারা ভারতের ইতিহাস ভুলিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে হিন্দু সমাজকে একসঙ্গে দাঁড়াতে হবে। বিরোধীরা এই নিয়ে অভিযোগ তুলেছে, ধর্মীয় মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

About The Author