Dharmendra: ধর্মেন্দ্রর মৃত্যু সংবাদ গুজব! ঈশা দেওল জানালেন, ‘বাবা সুস্থ, সেরে উঠছেন’

মুম্বই: বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে সোমবার সকাল থেকে এক অদ্ভুত বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমে তাঁর মৃত্যু সংবাদ প্রচারিত হতে থাকে। সোশ্যাল মিডিয়াতেও দ্রুত ছড়িয়ে পড়ে এই খবর। ভক্তরা শোকবার্তা জানাতে শুরু করেন।

কিন্তু কিছুক্ষণ পরেই অভিনেতার কন্যা ঈশা দেওল স্পষ্ট করে জানান, এই খবর সম্পূর্ণ গুজব। তিনি বলেন, “বাবা সুস্থ আছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন। অনুগ্রহ করে ভুয়ো খবর ছড়াবেন না।” তাঁর এই বক্তব্যে ভক্তদের মধ্যে স্বস্তি ফেরে।

ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন এবং সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন।

এই ঘটনার পর সংবাদমাধ্যমে গুজব ছড়ানোর প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যাচাই ছাড়া মৃত্যু সংবাদ প্রচার শুধু বিভ্রান্তি নয়, পরিবার ও ভক্তদের মানসিকভাবে আঘাত করে। ধর্মেন্দ্রর সুস্থতার খবর প্রকাশ্যে আসায় ভক্তরা আবারও আশাবাদী হয়েছেন যে বলিউডের এই ‘হি-ম্যান’ আরও কিছুদিন তাঁদের মাঝে থাকবেন।

About The Author