রাজগঞ্জ: রাতভর প্রবল বর্ষণের জেরে একাধিক জায়গায় ধ্বস নেমেছে গিরিখাত তৈরি হয়েছে যেন। রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের ধনেশ্বরী গ্রামে একাধিক জায়গায় ধসের সমস্যা আতঙ্ক সৃষ্টি করেছে। এলাকার একটি বাড়ির পেছনে ধসের তীব্রতা বেশ উদ্বেগজনক। ভিটে গাছ নিয়ে ধসে নেমে গেছে অনেকটাই। আতঙ্কে ঘুম ছুটেছে পরিবারটির।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাতভর বর্ষণের জেরে রাজগঞ্জের একাধিক জায়গা প্লাবিত। ধনেশ্বরি গ্রামে স্থানীয় বাসিন্দা এক টোটোচালক শিবু দেবনাথের বাড়ির পেছনের বেশ খানিকটা জায়গা ধসে নেমে গেছে। পাশে নিকাশী নালা দিয়ে গ্রামের অতিরিক্ত জল বের হয়। সেই জলের ঠেলায় সেখানে বছরের পর বছর ধস নেমে গভীর খাতে রুপান্তরিত হয়েছে বলে দাবি স্থানীয়দের। এর পাশাপাশি, গ্রামের আরও কয়েকটি জায়গায়, চা বাগানে বিপজ্জনক খাত তৈরি হয়েছে। যেকোনও মুহূর্তে বিপদ ঘটতে পারে।
শিবু দেবনাথ জানান, মঙ্গলবার গভীর রাতে শব্দ শুনে এসে দেখেন এই ঘটনা। প্রতিবারই ভেঙ্গে খাত তৈরি হয়েছে। এভাবে ভিটে মাটি জলে চলে যাচ্ছে। যদি সরকার সাহায্য না করে তবে পথে বসতে হবে। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজগঞ্জের মাঝিয়ালী অঞ্চলের প্রধান সুমিত দত্ত। তিনি বলেন, বিষয়টি সরজমিনে এসে দেখলাম। ব্লক অফিসে সমস্যাটি উত্থাপন করা হবে।