আফগানিস্তানে ভয়ঙ্কর ভূমিকম্প, মৃত ৮০০-র বেশি!

কাবুল: আফগানিস্তানে ভয়ঙ্কর ভূমিকম্প! ৬.৩ মাত্রার কম্পনে মৃত ৮০০-র বেশি, আহত ২.৫ হাজারেরও বেশি।

রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের নানগড়হার প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩, আর উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে।

এই কম্পনের প্রভাব এতটাই ধ্বংসাত্মক ছিল যে জালালাবাদের ২৭ কিলোমিটার দূরে পাহাড়ি অঞ্চলে বহু ঘরবাড়ি ধসে পড়ে। আফগানিস্তানের সরকারি রেডিও টেলিভিশন সূত্রে জানা গিয়েছে, মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন অন্তত ২,৫০০ জন।

ভূমিকম্পের রেশ ছড়িয়ে পড়ে তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং ভারতের কিছু অংশেও। দিল্লি পর্যন্ত অনুভূত হয় আফটারশক।

কুনার প্রদেশে কিছুদিন আগেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল পরিকাঠামো। সেই ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধারকাজ চালাতে গিয়ে সমস্যায় পড়ছে প্রশাসন। আফগান প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যে ৩০ জন চিকিৎসক ও ৮০০ কেজি ওষুধ পাঠিয়েছে দুর্গত এলাকায়।

জাতীয় বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের প্রধান তালিবান নেতা মোল্লা নূরউদ্দিন তুরাব নিজে উপস্থিত হয়ে উদ্ধারকাজ তদারকি করছেন। উদ্ধারকাজে নেমেছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তান ইউরেশিয়ান ও ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভূমিকম্পপ্রবণ। ২০২৩ সালের অক্টোবরে একই মাত্রার ভূমিকম্পে প্রায় ২,০০০ জনের মৃত্যু হয়েছিল।

About The Author