দেব এবার ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’! টলিউডে আসছে করিমুল হকের বায়োপিক

টলিউডে আসছে এক অনন্য জীবনীচিত্র, বাস্তব জীবনের নায়ক করিমূল হকের গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সুপারস্টার দেব।

করিমূল হক, যিনি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধলাবাড়ি চা-বাগান থেকে শুরু করেছিলেন তাঁর অসাধারণ যাত্রা। মায়ের মৃত্যুর পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আর কোনও মানুষ যেন অ্যাম্বুল্যান্স না পেয়ে প্রাণ হারান।

সেই থেকে নিজের মোটরবাইককে অ্যাম্বুল্যান্সে রূপান্তরিত করে হাজার হাজার মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তিনি। তাঁর এই মানবিক উদ্যোগের জন্য ২০১৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।

নতুন ছবিতে দেব অভিনয় করবেন করিমূল হকের চরিত্রে। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের স্বাধীনতা দিবসে। দেব আগেও জীবনীচিত্রে অভিনয় করেছেন, বিপ্লবী বাঘাযতীন কিংবা ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে। তবে এবার তিনি অভিনয় করবেন এক সমকালীন বাস্তব জীবনের নায়কের ভূমিকায়।

চলচ্চিত্রপ্রেমীদের মতে, এই ছবি শুধু বিনোদন নয়, সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেবে। করিমূল হকের সংগ্রামী জীবন ও নিঃস্বার্থ সেবার কাহিনি রুপোলি পর্দায় তুলে ধরলে তা দর্শকদের অনুপ্রাণিত করবে

About The Author