Actor Dev: উত্তরবঙ্গের পাশে দেব, ত্রাণ পাঠিয়ে দিলেন মানবিক বার্তা

কলকাতা: উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে হাজার হাজার মানুষ বিপর্যস্ত। এবারে তাঁদের পাশার থাকার বার্তা নিয়ে এগিয়ে এলেন টলিউড তারকা দেব।

বিভিন্ন বিপর্যস্ত এলাকায় তাঁর ফ্যান ক্লাবের সদস্যরা ইতিমধ্যেই ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন। চাল, ডাল, জল, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তাঁরা পৌঁছেছেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিভিন্ন গ্রামে, যেখানে সরকারি সাহায্য এখনও পর্যাপ্ত নয়।

দেব নিজে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে বলেন, “এই কঠিন সময়ে আমি পাশে আছি। উত্তরবঙ্গের মানুষের জন্য প্রার্থনা করি।” তাঁর এই বার্তা শুধু সহানুভূতির নয়, বরং এক গভীর দায়বদ্ধতার প্রতিফলন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে তাঁরা ২০ লক্ষ টাকার ত্রাণ সংগ্রহ করেছেন, যা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে।

এই উদ্যোগে টলিপাড়ার আরও অনেক তারকা যুক্ত হয়েছেন। দেবের এই পদক্ষেপ প্রমাণ করে, সিনেমার জগৎ শুধু বিনোদনের নয়, বরং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোরও। উত্তরবঙ্গের চা শিল্পের ভয়াবহ ক্ষতি, ধস ও নদীভাঙনের প্রেক্ষিতে এই ত্রাণ কার্যক্রম এক আশার আলো হয়ে উঠেছে।

About The Author