দিল্লি দখলের পথে বিজেপি, চাপে আপ! বলছে বুথ ফেরত সমীক্ষা

বুধবার দিল্লির ৭০টি বিধানসভা আসনের ভোটগ্রহণ হয়েছে। সেখানে নিরঙ্কুশ গরিষ্ঠতার ‘জাদু সংখ্যা’ ৩৬।অধিকাংশ সমীক্ষাতেই জোট সহ বিজেপিকে ৩৫ থেকে ৫০টির মধ্যে আসন দিয়েছে।

সন্ধ্যার দিকে বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করে বিভিন্ন সংস্থা। অধিকাংশ সমীক্ষার ফলেই ইঙ্গিত, জয়ের হ্যাটট্রিক করতে পারবেন না কেজরীবাল। তবে এদেশে আসল ফলের সঙ্গে বুথফেরত সমীক্ষা অনেক সময়েই মেলে না।

এদিন ভোটের পরপরই অধিকাংশ বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)-কে হারিয়ে দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। কিন্তু মঙ্গলবার চূড়ান্ত ফল ঘোষণার আগে পর্যন্ত হাল ছাড়তে নারাজ আপ।

নেতাদের দাবি, ‘এগজিট পোল’ আসলে ‘একজ্যাক্ট’ ফলাফল নয়। এক্সিট পোলের ইঙ্গিত অনেক সময় সত্যি হলেও সবসময় মেলে না। গত লোকসভা ভোটে বাংলায় বিজেপির সংখ্যা গরিষ্ঠতার কথা বলা হলেও এক্সিট পোল প্রত্যাখ্যান করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন ইঙ্গিত দিয়েছিলেন, ফলের ক্ষেত্রেও তাই হয়েছিল। তবে ফলাফল মিলে যাওয়ার উদাহরণও রয়েছে। আসল ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী শনিবার অর্থাৎ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

About The Author