দিল্লির দূষণ রুখতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আজ, ২৮ অক্টোবর, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলের বুরারিতে শুরু হল ক্লাউড সিডিং ট্রায়াল, যার মাধ্যমে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর চেষ্টা চলছে।
এই প্রকল্পের জন্য একটি বিশেষ বিমান কানপুর থেকে উড়ে এসে দিল্লির আকাশে ক্লাউড সিডিং প্রক্রিয়া শুরু করেছে। যদি আবহাওয়া অনুকূল থাকে—যেমন পর্যাপ্ত আর্দ্রতা ও মেঘের উপস্থিতি—তাহলে আজই বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মনজিন্দর সিংহ সিরসা।
এই উদ্যোগের মূল লক্ষ্য হল শীতকালে দিল্লির ভয়াবহ বায়ুদূষণ কমানো। ক্লাউড সিডিংয়ের মাধ্যমে মেঘে রূপান্তরিত রাসায়নিক (যেমন সিলভার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইড) ছড়িয়ে বৃষ্টিপাত ঘটানো হয়, যা বাতাসের দূষণ কণাকে ধুয়ে দিতে সাহায্য করে।
পরীক্ষামূলক এই প্রয়াস সফল হলে ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দিল্লি সরকার।

