দিল্লি বিস্ফোরণকে ‘জঙ্গি হামলা’ ঘোষণা কেন্দ্রের, ফের শুরু হতে পারে অপারেশন সিঁদুর

নয়াদিল্লি: লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় সরকার এটিকে জঙ্গি হামলা হিসেবে ঘোষণা করল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বুধবার অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের শুরুতেই নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়। পরে ক্যাবিনেটের বিবৃতিতে জানানো হয়, দেশদ্রোহীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে এবং ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।

প্রধানমন্ত্রী মোদী এর আগে পহেলগাঁও হামলার পর স্পষ্ট জানিয়েছিলেন, ভারতের মাটিতে কোনও জঙ্গি হামলাকে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য ধরা হবে। দিল্লি বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পরে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা সেই অবস্থানকেই আরও দৃঢ় করল।

এদিকে, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—ফের কি শুরু হতে চলেছে ‘অপারেশন সিঁদুর’? পহেলগাঁও হামলার পর শুরু হওয়া এই সামরিক অভিযানকে সরকারিভাবে সমাপ্ত ঘোষণা করা হয়নি, বরং সাময়িক বিরতি দেওয়া হয়েছিল। বুধবারের বৈঠকের পর জল্পনা বাড়ছে, বিরতি ভেঙে আবারও অপারেশন সিঁদুর শুরু করতে পারে ভারত।

এই ঘটনার পর গোটা দিল্লি ও আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তদন্তে এনআইএ ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থাকে যুক্ত করা হয়েছে। নিহতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে কেন্দ্রীয় সরকার।

About The Author