Madhyamik: অভাবকে সঙ্গি করেই মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট! ডাক্তার হতে চায় দীপজয়

বাবা অসুস্থ, মা দর্জির কাজ করে সংসার চালাচ্ছেন। অভাবকে সঙ্গী করেই মাধ্যমিকে নজরকাড়া রেজাল্ট রাজগঞ্জ স্কুলপাড়ার ছেলে দীপজয় সরকারের।

৭০০-র মধ্যে ৬৬৪ নম্বর পেয়ে রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাইস্কুলে টপার দীপজয়। সব বিষয়েই ৯০-এর ওপরে নম্বর! আগামীতে সে ডাক্তারি নিয়ে পড়াশুনা করতে চায়। ইতিমধ্যেই সায়েন্স নিয়ে পড়াও শুরু করে দিয়েছে সে। দীপজয় জানাল, তাঁর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। মা দর্জির কাজ করে কোনওমতে সংসার চালান। এই অভাবের সংসারে ছেলের আগামীদিনের পড়াশুনা নিয়ে তাই চিন্তা রয়েছে স্কুলপাড়ার বাসিন্দা মিঠুন সরকার ও দীপা সরকার।

দীপজয়ের বাবা মা জানান, ছেলের এই সাফল্যে তাঁরা অনেক খুশি। ছেলে আগামীতে ডাক্তার হতে যায়। মনে আনন্দ জাগলেও চিন্তার অন্ত নেই। দর্জির কাজ করেই সংসার চলে। অভাবের সংসারে ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন কতটা পূরণ করতে পারবেন সেই নিয়ে ভাবনা রয়েছে। এদিকে, রাজগঞ্জ স্কুলে সার্বিক ফলাফল নিয়ে কথা বলতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভুপেন চন্দ্র রায় জানান, আগামিদিনে স্কুলের পক্ষ থেকে দীপজয়দের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে।

About The Author