Debangshu: পদ না পেয়ে অভিমানী দেবাংশু! তৃণমূল ছাড়ার জল্পনা

কমিটি থেকে বাদ পড়তেই তৃণমূল ছাড়ার ইঙ্গিত দেবাংশুর। ফেসবুকে লিখলেন, লেফট অল জব অ্যাট অল ইন্ডিয়া ইয়ুথ তৃণমূল কংগ্রেস। যার বাংলা মানে হল, যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছাড়লাম। সেই পোস্ট ঘিরে জোর জল্পনা তৈরি হয়। যদিও পড়ে সেই পোস্ট মুছে দেন দেবাংশু, জানা যায় তাঁর অভিমান হয়েছে। যদিও দু’বারের সাধারণ সম্পাদক দেবাংশু কেন দলের যুব’র তালিকায় জায়গা পেলেন না না, সেই নিয়ে আলোচনা রাজনৈতিক মহলে। অনেকের মতে, হয়ত আরও বড় কিছু অপেক্ষা করছে দেবাংশুর জন্য।

বুধবার তৃণমূলের যুব কমিটির নয়া তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকাই নেই দু’বারের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। তালিকা অনুযায়ী, যুব তৃণমূলের সভাপতি হিসেবে সায়নী ঘোষের পদ বহাল রয়েছে। জায়গা পেয়েছেন তৃণমূলের নেতা-মন্ত্রীদের ছেলে-পুলেরা। সবার মাঝে বাদ পড়ে গিয়েছেন দেবাংশুই। এরপরই অভিমানী দেবাংশু ফেসবুকে পোস্ট করে সকলকে চমকে দেন। যদিও পড়ে সেই পোস্ট মুছে ফেলেন। তার পরিবর্তে একটি মনখারাপের ইমোজি পোস্ট করেন। জল্পনা শুরু হয়, দেবাংশুর তৃণমূলে থাকা নিয়ে। পড়ে অবশ্য সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি তৃণমূল ছাড়ছেন না। দলের মুখপাত্র হিসেবেই রয়েছেন। অনেকের মতে, হয়ত তাঁকে অন্য কোনও পদ দেওয়া হবে পঞ্চায়েত নির্বাচনের আগে। এবার তিনি দলের মূল সংগঠনে দায়িত্ব পান কি না সেটাই দেখার বিষয়।

https://twitter.com/DebajitDsMs/status/1597967542198628353